পরিস্থিতি বিবেচনায় ঋণের কিস্তির বিলম্ব ফি না নেয়ার সিদ্ধান্ত

|

চলমান পরিস্থিতিতে সময়মতো ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তি পরিশোধ করতে না পারলেও বিলম্ব ফি বা বাড়তি সুদ আরোপ করা হবে না। এসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অনেক ব্যাংক।

গেল কয়েকদিন নির্বাহী আদেশে ছিল সাধারণ ছুটি। ব্যাংক বীমা ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন হয়নি। বৃহস্পতিবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইন্টারনেট বন্ধ থাকায় অনলাইন ও অ্যাপভিত্তিক লেনদেনও বন্ধ। ফলে নির্ধারিত সময়ে অনেকে ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি।

ব্যাংকাররা বলছেন, সংঘাতময় পরিস্থিতিতে যারা ক্রেডিট কার্ড ও ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হয়েছেন, তারা জরিমানা ছাড়া অর্থ পরিশোধ করতে পারবেন। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অনেক ব্যাংক। বাংলাদেশ ব্যাংকও এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply