কোটা সংরক্ষণের দাবিতে কমর্সূচি পালন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের

|

পাহাড়ে বসবাসরত বাঙালিদের জন্য কোটা সংরক্ষণের দাবিতে কমর্সূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। আজ বুধবার (২৪ জুলাই) রাঙামাটিতে এ কর্মসূচি পালিত হয়।

পার্বত্য অঞ্চলে বসবাসকারী বাঙালিদের কোটা চালুর দাবিতে সংগঠনটি জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। এসময় পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক হাবীব আজমসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারা বলেন, পার্বত্য এলাকায় জনসংখ্যার দিক দিয়ে বাঙালিরা বৃহৎ জনগোষ্ঠী হলেও তারা চাকরি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। অন্যদিকে, কোটা পদ্ধতি থাকায় সবক্ষেত্রে এগিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পাশাপাশি সরকারি চাকরি ও শিক্ষাক্ষেত্রে শতকরা ৫% কোটা রাখার দাবি জানান তারা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply