সময় বাড়ল একাদশে ভর্তির, জানা গেল ক্লাস শুরুর তারিখও

|

চলমান পরিস্থিতিতে স্থগিত হওয়া ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রম আগামী ২৮ জুলাই থেকে আবারও শুরু হবে। চলবে ১ আগস্ট পর্যন্ত। এছাড়া ওই শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ৬ আগস্ট। বুধবার (২৪ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম অনিবার্য কারণে বন্ধ আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভর্তি কার্যক্রমের সময়সীমা আগামী ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো।

ভর্তি নীতিমালা অনুযায়ী, ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় ভর্তি কার্যক্রম স্থগিত হয়ে যায়।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডে পাস করেন ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী। ফল পুনঃনিরীক্ষণে আরও প্রায় এক হাজার শিক্ষার্থী উত্তীর্ণ হন। তবে সারা দেশে একাদশ শ্রেণিতে ভর্তিযোগ্য আসন রয়েছে ২৫ লাখের মতো। এবার পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে এক লাখ ৮২ হাজার ১২৯ জন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply