‘হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে’

|

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত গাজায় যুদ্ধ চলবে। হামাসের আত্মসমর্পণ, নিরস্ত্রীকরণ ও সব জিম্মির মুক্তির পরই কেবল যুদ্ধবিরতিতে রাজি হবে ইসরায়েল।

বুধবার (২৪ জুলাই) মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এক ঘণ্টার বেশি সময় ধরে দেয়া ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর আল জাজিরার।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমাদের সব শত্রুর জানা উচিত ইসরায়েলে হামলার চড়া মাশুল দিতে হবে। যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই। এই মুহূর্তে আরও দ্রুত অস্ত্র সহায়তা পেলে দ্রুত যুদ্ধ শেষ হতে পারে। হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস করা পর্যন্ত লড়বে ইসরায়েল।

গাজায় যুদ্ধকে ইসরায়েলের অস্তিত্বের লড়াই হিসেবে আখ্যা দেন তিনি। ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিন্ন শত্রু ইরান’, এমন মন্তব্যও করেন। তীব্র সমালোচনা করেন বিক্ষোভকারীদের।

এই নিয়ে চতুর্থবারের মতো মার্কিন কংগ্রেসে বক্তব্য রাখলেন নেতানিয়াহু। তবে বেশিরভাগ রিপাবলিকান নেতার কাছে ইতিবাচক অভ্যর্থনা পাননি তিনি। ভাষণের সময় উপস্থিত ছিলেন না বহু ডেমোক্র্যাট নেতাও।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply