ভাষাবিদ মাহবুবুল হকের জানাজা সম্পন্ন, দাফন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

|

প্রয়াত ভাষাবিদ অধ্যাপক ড. মাহবুবুল হকের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল শুক্রবার (২৬ জুলাই) রাষ্ট্রীয় মর্যাদায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তাকে দাফন করা হবে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দীর্ঘদিন হৃদরোগ ও কিডনির জটিলতায় ভুগছিলেন। বুধবার রাতে, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ যোহর, রাজধানীতে ভাটারার বাসায় জানাজা সম্পন্ন হয়। সেখানে সহকর্মীসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

অধ্যাপকের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রামে। সেখানেই প্রিয় শিক্ষাঙ্গণে দাফন করা হবে তাকে।

শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন মাহবুবুল হক। একাধারে ভাষাবিদ, গবেষক ও প্রাবন্ধিক ড. মাহবুব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে অবসরে যান।

প্রবন্ধে অবদানের জন্য তিনি ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। গবেষণায় অবদান রাখায়, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা- একুশে পদকে তাকে ভূষিত করে বাংলাদেশ সরকার।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply