কোটা আন্দোলনে কত শিক্ষার্থী নিহত হয়েছে তা নিরূপণে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

|

কোটা সংস্কার আন্দোলনে কতজন শিক্ষার্থী নিহত হয়েছেন তা নিরূপণে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পুলিশের সাথে সংঘর্ষে নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর উত্তরার বাসায় শনিবার (২৭ জুলাই) গিয়ে এ কথা বলেন তিনি। এ সময় তিনি প্রায় এক ঘণ্টা নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে নিহত প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে। যারা এর সাথে জড়িত তাদের সবার বিচার করা হবে। সহিংসতায় নিহতদের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ সময় তাদের সব ধরণের সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাজধানীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিকেলে মাথায় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে প্রাণ হারান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। ওইদিন শুরু থেকে শেষ পর্যন্ত মুগ্ধের সাথে ছিলেন তার বন্ধু নাইমুর রহমান আশিক।

নাইমুর রহমান আশিক বলেন, ওইদিন মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার কয়েকমিনিট আগে আমি ওর ছবি তুলে দিয়েছিলাম। এরপর কিছুক্ষণ পরেই মাথায় গুলি লাগে মুগ্ধর। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মুগ্ধের বড় ভাই দীপ্ত বলেন, মুগ্ধ পানি ও বিস্কুট আন্দোলনরতদের মাঝে বিতরণ করছিল। এ সময় হঠাৎ গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে।

মুগ্ধর যমজ ভাই স্নিগ্ধ বলেন, মুগ্ধর বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট হওয়ার ইচ্ছে ছিল। কোনো কারণে সেটি হতে পারেনি। এটিই সবসময় মনে পড়বে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply