বাঘের অঙ্গপ্রত্যঙ্গ চোরাচালানে বাংলাদেশ হয়ে উঠছে হটস্পট: বলছে গবেষণা

|

আজ বিশ্ব বাঘ দিবস। বিশ্লেষকরা বলছেন, জলদস্যুদের আত্মসমপর্ণসহ বিভিন্ন পদক্ষেপের কারণে সুন্দরবনে বাঘ হত্যা অনেকাংশে কমেছে। এদিকে একটি গবেষণা প্রতিবেদনে প্রথমবারের মতো উঠে এসেছে, বাংলাদেশেও বাঘের অঙ্গপ্রত্যঙ্গ কেনাবেচার বাজার গড়ে উঠেছে। ভারত, মিয়ানমারসহ কয়েকটি দেশ থেকে আসছে অঙ্গপ্রত্যঙ্গ ও জীবিত বাঘের বাচ্চা। মূলত বাংলাদেশ হয়ে তা পাচার হয় অন্য দেশে।

জলবায়ু পরিবর্তন, বাসস্থান সংকোচন এবং চোরা শিকারসহ নানা কারণে বাঘের সংখ্যা আশঙ্কাজনক হারে কমছে। বিশ্বের ১৩টি দেশে রয়েল বেঙ্গল টাইগারের বিচরণ সংকুচিত হয়ে এসেছে ১০টি দেশের মানচিত্রে।

তবে এবার এক গবেষণায় উঠে এলো বাঘ চোরাচালানে বাংলাদেশ কীভাবে হটস্পট হয়ে উঠছে।

ওয়াইল্ড লাইফ জাস্টিস কমিশন কর্তৃক প্রকাশিত রিপোর্ট এবং চাইনিজ একাডেমি অফ সায়েন্স এর গবেষণায় দেখা যায়, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে বাংলাদেশে বাঘের অঙ্গপ্রত্যঙ্গ এবং জীবিত বাঘের বাচ্চা আসছে যা পরবর্তীতে বাংলাদেশে কেনাবেচা হচ্ছে অথবা বাংলাদেশ হয়ে বিশ্বের অন্য দেশে পাচার হচ্ছে। ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত চালানো গবেষণাটি প্রকাশিত হয় ২০২৩ সালের মাঝামাঝি। বাংলাদেশে বাঘের অঙ্গপ্রত্যঙ্গের বাজার গড়ে ওঠার বিষয়টি এই প্রথম উঠে এসেছে কোনো গবেষণায়।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply