ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ আগামীকাল

|

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির ৯ম প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন মাসুদ পেজেশকিয়ানকে। স্থানীয় সময় রোববার আনুষ্ঠানিকভাবে তাকে এ দায়িত্ব দেন তিনি। আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) পার্লামেন্টে শপথ নেবেন নতুন প্রেসিডেন্ট। এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ৫ জুলাই ইরানের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ান বিপুল ভোটে বিজয়ী হন। তবে দেশটির সংবিধান অনুযায়ী ভোটে নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে সর্বোচ্চ নেতার অনুমোদন পেতে হয়।

গতকাল প্রেসিডেন্ট হিসেবে মাসুদ পেজেশকিয়ানের অনুমোদনের অনুষ্ঠানে দেশটির শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে দেশটির শ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, ‘সমস্ত প্রশংসা আল্লাহর। তিনি আবারও ইসলামি প্রজাতন্ত্র ইরানের জন্য সম্মান এনে দিয়েছেন। জনগণ ও কর্মকর্তাদের প্রচেষ্টায় প্রেসিডেন্ট নির্বাচনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। জাতির নির্বাচিত ব্যক্তি বর্তমানে তার গুরুদায়িত্ব নিতে প্রস্তুত।’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply