হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশসহ ১১ দফা দাবি বিক্ষুব্ধ নাগরিক সমাজ’র

|

কোটা আন্দোলনকে ঘিরে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, পরিবারগুলোকে ক্ষতিপূরণ প্রদান এবং যথাযথ পুনর্বাসন’সহ ১১ দফা দাবি জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) ‘বিক্ষুব্ধ নাগরিক সমাজ’-এর ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।

এ সময় বক্তারা অভিযোগ করেন, আন্দোলনে যোগ দেয়ার অভিযোগে নিরীহ ছাত্রদের গ্রেফতার করা হচ্ছে। নির্যাতনেরও অভিযোগ উঠেছে। শিক্ষার্থী হত্যায়, জড়িতদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

তারা বলেন, চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের ভবিষ্যত ও শিক্ষাঙ্গন নিরাপদ করতেই ১১ দফা দাবি তোলা হলো। আটক হওয়া সব শিক্ষার্থীকে মুক্তি এবং বিশ্ববিদ্যালয়ে প্রভাব বিস্তারের রাজনীতি বন্ধেরও কথা বলেন বক্তারা। ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ছেড়ে দেয়ার আহ্বানও জানায় নাগরিক সমাজ।

সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ আইনজীবী সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, টিআইবির পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ অনেকেই।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply