রাজশাহীর কোর্ট চত্বর থেকে চার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ

|

রাজশাহীর কোর্ট চত্বরের সামনে থেকে চার আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩১ জুলাই) বিকেল পৌনে তিনটার সময় তাদের আটক করা হয়। এরপর তাদের থানায় নিয়ে যায় রাজপাড়া থানা পুলিশ।

কোর্ট চত্বরের সামনে চার আন্দোলনকারী আসার পর পুলিশ তাদের ধরলে তাদের মধ্যে থেকে একজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আরেকদল পুলিশ তাকে আটক করে। আটকের সময় এক শিক্ষার্থী গণমাধ্যমকর্মীদের জানান, সে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী। বাইরের সার্বিক পরিস্থিতি দেখার জন্য তিনি বের হয়েছিলেন। এসময় তাকে আটক করে পুলিশ। ওই শিক্ষার্থী পুলিশের কাছে জানতে চান, রাস্তায় চলাচল করা কোনো নিষেধ আছে কি না।

এদিকে দুপুর সোয়া দুইটার দিকে আট-দশজনের একটি দল এসে নগরীর মহিষ বাথান কোর্ট চত্বর এলাকায় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়ি ভাঙচুর করে। এসময় পুলিশ ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। তবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply