‘ই-কমার্স খাতে দৈনিক ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে’

|

ইন্টারনেট ও ফেসবুক বন্ধ থাকায় ই-কমার্স খাতে দৈনিক অন্তত ১২০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ই-কমার্স অ্যাসোসিয়েশন। বুধবার (৩১ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলন এ তথ্য জানায় সংগঠনটি।

সংগঠনটির নেতারা বলেন, গত ১০ দিনে এই খাতে এক হাজার চারশত কোটি টাকা ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু ফেসবুক উদ্যোক্তাদের ছয়শত কোটি টাকা ক্ষতি হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জরিপ চালিয়ে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তারা।

সংগঠনটির সভাপতি শমী কায়সার বলেন, এর ফলে ছোট উদ্যোক্তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ফ্রিল্যান্সারদের আয় শূণ্যের কোটায় নেমে এসেছে। ইন্টারনেট বন্ধ থাকায় স্টার্ট-আপ খাতের বিদেশি বিনিয়োগকারীরা মুখি ফিরিয়ে নিয়েছে।

তিনি আরও বলেন, আয় না থাকায় অনেক উদ্যোক্তা অফিস বন্ধ করে দিয়েছে। অনেক উদ্যোক্তার পক্ষে কর্মচারীদের চলতি মাসের বেতন দেয়াও সম্ভব হবে না। এই ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের ব্যাংক ঋণের কিস্তি ৬ মাসের জন্য স্থগিত ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিনা জামানতে ঋণ দেয়ারও দাবি জানান তিনি।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply