মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা, জাতিসংঘের জরুরি বৈঠক

|

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা করছে জাতিসংঘ। বুধবার (৩১ জুলাই) এ ইস্যুতে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে। খবর আনাদোলু এজেন্সির।

সেখানেও ছড়ায় উত্তাপ। গুপ্তহত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানান চীন, রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা। গাজায় যুদ্ধবিরতি চুক্তি অর্জনে ব্যর্থতা আরও খারাপ করেছে পরিস্থিতি, এ মন্তব্য করেন চীনের স্থায়ী প্রতিনিধি।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের প্রতিনিধিরা। প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত বৃদ্ধির অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে। তেহরানের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা।

মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদে মদদ দেয় ইরান, এমন অভিযোগের জবাবে তেহরানের কূটনীতিক বলেন– বরাবর ধৈর্য্য রাখলেও হামলার জবাব দেয়ার অধিকার রয়েছে তাদের।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply