ফেনীতে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচিতে পুলিশের বাধা

|

স্টাফ করেসপন্ডেন্ট, ফেনী:

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আন্দোলনকারীরা জেলা শহরের বড়বাজারের গলি থেকে ট্রাংক রোডে উঠতে চাইলে পুলিশ তাদেরকে বাধা দেয়।

এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের বাকবিতন্ডা করতে দেখা যায়। একপর্যায়ে পুলিশের সাথে বর্ডার গার্ড বাংলাদেশও যোগ দেয়।

পুলিশের উদ্দেশ্যে তখন আন্দোলনকারীরা বলেন, সবার অধিকার নিয়ে আমরা কথা বলছি। কেন বাধা দিচ্ছেন? আপনাদের (পুলিশ) সন্তানের কথাও বলতে এসেছি। আমাদের আটকাবেন না। আটকালে পুরো দেশ থমকে যাবে। তবে পুলিশের হয়রানি ও মামলা থেকে বাঁচতে কেউ তাদের নাম-পরিচয় বলতে রাজি হননি।

এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বলেন, তারা কয়েকজন নিজেরা জড়ো হয়ে আবার চলে গেছে।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply