বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালিত

|

ছবি- সংগৃহীত

শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরাও। বৃহস্পতিবার (১ আগস্ট) এই কর্মসূচি পালিত হয়।

এদিন, কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময়, কয়েকজন শিক্ষার্থীকে আটকের চেষ্টা করলে পুলিশের সাথে ধস্তাধস্তি হয় শিক্ষকদের।

চাঁদপুরে শিক্ষার্থীরা অবস্থান নিলে সেখানে বিরোধী পক্ষ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাও।

এছাড়া, গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এদিকে, রংপুরের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় পুলিশের এফআইআরে পরিবর্তন না করা হলে শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে নালিশ দেয়ার কর্মসূচি ঘোষণা দিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply