ঠাকুরগাঁওয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন

|

ঠাকুরগাঁও করেসপনডেন্ট:

প্রতিবাদী গান, আবৃত্তি পরিবেশনার মধ্য দিয়ে ‘রিমেম্বারিং আওয়ার হিরোস’ কর্মসূচি পালন করলো ঠাকুরগাঁওয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়।

এতে জেলার বিভিন্ন বিদ্যালয়-কলেজের শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা সারাদেশে ছাত্র-জনতার ওপর হত্যার বিচার, মিথ্যা মামলা প্রত্যাহার, দমনপীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহবান জানান। সেই ভয়ঙ্কার দিনগুলোতে ঘটে যাওয়া শহীদ ও আহতদের স্মৃতিচারণ করেন তারা। পরে মোমবাতি প্রজ্জ্বলন করে ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা।

বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিজিবি, সেনা টহল জোরদার করতে দেখা যায়।

/এএম/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply