সহিংসতার প্রতিবাদে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভা-র‍্যালি

|

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শুক্রবার (২ জুলাই) বেলা ১১টার পর জাতীয় প্রেসক্লাব এলাকায় প্রতিবাদী মঞ্চের ব্যানারে শোক র‍্যালি করেন মানবাধিকারকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, দেশের ইতিহাসে সম্প্রতি নিকৃষ্টতম অধ্যায় রচিত হয়েছে। নির্বিচারে মানুষ হত্যার ন্যায়বিচারের জন্যই সরকারকে পদত্যাগ করতে হবে।

এদিকে, জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশ করে উদিচী শিল্পীগোষ্ঠি। গান আর আবৃত্তিতে হত্যার বিচার দাবি করেন তারা। এ সময় বক্তারা বলেন, সরকার রাজনৈতিকভাবে পর্যুদস্ত হয়েছে। তারা ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে বলেও মন্তব্য করেন বক্তারা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply