খুলনা ব্যুরো:
খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম সুমন ঘরামী। তিনি পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। খুলনা মহানগর পুলিশের (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক পুলিশ কনস্টেবল নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় সংঘর্ষ চলাকালে সুমন ঘরামীকে বেধড়ক মারধর করে আন্দোলনকারীরা। পরে আহত অবস্থায় তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেএমপি কমিশনার মো. মোজাম্মেল হক জানান, পুলিশ সদস্য নিহতের পাশাপাশি সংঘর্ষে আরও প্রায় ৩০ সদস্য আহত হয়েছেন।
শুক্রবার জুমার নামাজের পর সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টাব্যাপী দুই পক্ষের সংঘর্ষে নগরীর গল্লামারী থেকে জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় পুলিশের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন।
সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নগরীর গল্লামারী এলাকায় পুলিশের একটি গাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এছাড়া বেশ কিছু দোকানপাটও ভাঙচুর করে।
/এমএন
Leave a reply