মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জঙ্গি সংগঠন আইএস-এর প্রধানের সাথে তুলনা করে ইরানী এক শীর্ষ সেনা কর্মকতা বলেছেন, ট্রাম্প হলেন আইএস প্রধান আবু বকর আল-বাগদাদীর ‘আমেরিকান জমজ ভাই’। আজ বুধবার ইরান ভিত্তিক সংবাদমাধ্যম ‘বাসিরাত’- প্রকাশিত নিজের এক নিবন্ধে ব্রিগেডিয়ার জেনারেল রসুল সানায়ী রাদ এ তুলনা করেন।
রাদ ইরানের পলিটিক্যাল অ্যাফেয়ার্স বিভাগের ডেপুটি কমান্ডার।
সম্প্রতি ইরানের এলিট ফোর্স ইরানিয়ান রেভ্যুলুশনারি গার্ড’কে (আইআরজিসি) সন্ত্রাসী তালিকায় অন্তর্ভূক্ত করার হুমকি দেয় ওয়াশিংটন। এর প্রেক্ষিতে দেশ দু’টির মধ্যে নতুন করে কথার লড়াই শুরু হয়েছে।
ব্রিগেডিয়ার রাদ তার নিবন্ধে লিখেছেন, ‘যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর আইএস প্রধান আবু বকর আল-বাগদাদীকে দেখতে ভিন্ন দুই জাতির মানুষ মনে হয়, এবং তাদের একজনের মা আরব ও অন্যজনের মা আমেরিকান। কিন্তু তাদের চিন্তাভাবনা আর আচরণে এতই মিল যে ট্রাম্পকে বাগদাদীর ‘আমেরিকান জমজ ভাই’ বলাই যায়!।’
Leave a reply