ভোলায় মেঘনা নদীতে ট্রলারডু‌বি, নিখোঁজ ৮ জেলে

|

ভোলা করেসপনডেন্ট:

ভোলায় মেঘনা নদীতে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৫ জেলে জী‌বিত উদ্ধার হলেও এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন ৮ জেলে। শুক্রবার (২ আগস্ট) রাতে ভোলার চরফ্যাশন উপজেলার ঢালচর ইউ‌নিয়নের শিবচর নামক এলাকার মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জেলেরা হলেন, নুর আলম (৩০), কবির (৩২), শাহে আলম মোল্লা (৫০), মো. বেল্লাল (৫০), ছাদেক মাল (৬০), সবুজ (৪০), মো. হোসেন মাঝি ( ৫০), জাহাঙ্গীর মিস্ত্রি (৪৫)। আর উদ্ধার হওয়া জেলেরা হলেন, মো. দুলাল মাঝি (৪০), নাজিম (৪৪), সুমন (৩৮), শাহিন (২৫), মনির (৩৩)। তাদের সবার বা‌ড়ি ভোলার চরফ্যাশন উপ‌জেলার আহম্মেদপুর ইউ‌নিয়নের সুকনা খাল এলাকায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে চরফ্যাশন উপ‌জেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, শুক্রবার সকালে আহম্মেদপুর ইউ‌নিয়নের সুকনার খাল এলাকার মো. রুবেল চৌ‌কিদারের ট্রলার নিয়ে দুলাল মা‌ঝির নেতৃত্বে ১৩ জেলে ঢালচর ইউ‌নিয়‌নের শিবচর এলাকার মেঘনা নদীতে মাছ ধরতে যান।

তিনি আরও জানান, রাতের দিকে ট্রলারটি ডুবে যায়। পরে জেলেদের ডাক‌ চিৎকা‌রে ৫ জন জী‌বিত উদ্ধার হলেও ৮ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply