টাঙ্গাইলে আন্দোলনকারীদের ওপর গুলি, এমপির বাসভবনে আগুন

|

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

এক দফা দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে যাওয়ার সময় রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বটতলা ও সাবালিয়া এলাকায় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর গুলি চালানো হয়েছে। এ সময় শিক্ষার্থী ও বিরোধী পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে আন্দোলনকারীদের তোপের মুখে ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়। সংর্ঘষে তিনজন গুলিবিদ্ধসহ ৭ জন আহত হয়েছেন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে শহরের বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্যের গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

পরে শহরের আদালতপাড়া এলাকায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনিরের বাসায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় ৭টি মোটরসাইকেলে আগুন ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ ঘটনায় পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। শহরে দোকানপাট বন্ধ রয়েছে। জেলায় সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। কর্মসূচি চলাকালে পুলিশ, র‍্যাব আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা গেছে। তবে শনিবার রাতে আওয়ামী লীগ বর্ধিত সভা করে মাঠে থাকার ঘোষনা দিলেও তাদের কাউকেউ দেখা যায়নি।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply