ভারতের ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচনের আগ-মুহূর্তে শুরু হয়েছে মাওবাদীদের সহিংসতা। বৃহস্পতিবারও সশস্ত্র গোষ্ঠীটির হামলায় প্রাণ গেছে অন্তত ৫ জনের।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, দান্তেওয়ারা এলাকার একটি বাসে বোমা রেখেছিলো মাওবাদীরা। যার বিস্ফোরণে যানটির চালক, কণ্ডাক্টর এবং ৩ আরোহীর মৃত্যু হয়। নিহতদের একজন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী- CISF’র সদস্য।
আজ রাজ্যের জগদ্দলপুরে নির্বাচনী প্রচারণায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ধারণা করা হচ্ছে তার সফরকে ঘিরে আতঙ্ক ছড়াতেই এ হামলা। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে রাজ্যজুড়েই বাড়ানো হয়েছে নিরাপত্তা। নভেম্বরের ১২ এবং ২০ তারিখ দুই ধাপে হবে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন।
Leave a reply