জামালপুরে বশেফমুবিপ্রবি’র উপাচার্যসহ প্রশাসনের পদত্যাগের দাবি

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের মেলান্দহে অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং প্রভোস্টদেরকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের হুশিয়ারি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিশ্ববিদ্যালয় শাখা। 

শুক্রবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বিশ্ব বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর এবং প্রভোস্টদের পদত্যাগসহ ৭ দফা দাবি তুলে ধরেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক রিয়াদ হাসান। 

বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনসহ উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্ট ও বর্তমান প্রশাসনের অবিলম্বে পদত্যাগ চায় তারা। এছাড়া ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস ও লেজুড়বৃত্তি এবং রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয়। এছাড়াও ক্যাম্পাসে শিক্ষক, ছাত্র ও করমকর্তা-কর্মচারীদের রাজনীতিমুক্ত করার প্রস্তাব করেন । 

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয় লিটন মিয়া, ফাইজুর রহমান ফাহিমসহ বিশ্ব বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা-ও উপস্থিত ছিলেন। 

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply