আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি নুরুল হক নুরের

|

শিক্ষার্থীদের লড়াই সংগ্রামের ফায়দা লুটতে চাচ্ছে দুষ্কৃতিকারীরা। নৈরাজ্য দেখার জন্যে এই বিপ্লব করা হয়নি- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে গণঅধিকার পরিষদের আয়োজনে সম্প্রীতি সমাবেশে এসব অপচেষ্টা রুখতে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশের রূপরেখা তাড়াতাড়ি তৈরির তাগিদ দেন তিনি। এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, তাদের বিরুদ্ধে পাড়া-মহল্লায় কমিটি গঠনের দাবি জানান তিনি।

নুর বলেন, বলেন, নৈরাজ্যকারীরা সরকারের সহযোগী ছিল, তাই তাদের বিচারের আওতায় আনতে হবে। কোনো প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয়ার অধিকার কারও নেই। এমন হামলা বিএনপি-জামায়াতও করেনি বলে মন্তব্য করেন নুর।

আইন করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে ডাকসুর সাবেক ভিপি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনে জড়িতদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply