সুন্দরবনে বাঘের আক্রমণে জেলে আহত

|

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, সাতক্ষীরা:

সুন্দরবনের গভীরে ঢুকে গাছ কাঁটার সময় বাঘের আক্রমণে এক জেলে আহত হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১২টার দিকে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সবেদ আলীর খাল এলাকায় ঘটনাটি ঘটে। আহত জেলের নাম রেজাউল পাইক (৪৫)। তার বাড়ি শ্যামনগর উপজেলার মীরগাং গ্রামে।

আহতের সহযোগী আমিনুর রহমান জানান, চারজন মিলে গরান গাছের ডাল কাটতে সুন্দরবনে গিয়েছিলাম। কাজের মধ্যে হঠাৎ একটি বাঘ ডানপাশ থেকে রেজাউলের উপর ঝাঁপিয়ে পড়ে। আমরা লাঠি নিয়ে বাঘের উপর চড়াও হলে রেজাউলকে ছেড়ে বাঘ বনে চলে যায়। বাঘের থাবায় রেজাউলের গলায় ক্ষত হয়েছে।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, বাঘের আক্রমণে একজনের আহত হওয়ার খবর মিলেছে। বন্ধের মৌসুমে কেন কিভাবে তিনি সুন্দরবনে গেলেন সেটি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply