১৩ পুলিশ হত্যার ৬ দিন পর এনায়েতপুর থানার কার্যক্রম শুরু

|

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনার ছয়দিন পর সিরাজগঞ্জের এনায়তপুর থানার কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১০ আগস্ট) বেলা ১২টার পর এই থানার কার্যক্রম চালু হয়।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সোইয়ব রেজা আলম, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, লে. কর্নেল নাহিদ আল-আমিন ও পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। এছাড়া জেলার কাজিপুর ও সলঙ্গা থানার কার্যক্রমও শুরু হয়েছে আজ।

অতিরিক্ত উপ-মহাপরিদর্শক সোইয়ব রেজা বলেন, প্রাথমিকভাবে আজকে থানার কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল থেকে পূর্ণাঙ্গভাবে কার্যক্রম চলবে।

তিনি আরও বলেন, পুলিশ না থাকার সুযোগে ডাকাত, ছিনতাইকারী ও চাঁদাবাজরা বিভিন্ন অন্যায় ও অপকর্ম করছে। তবে থানার কার্যক্রম শুরু হওয়ায় খুব শিগগিরই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আসবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল শনিবার সকাল থেকে এনায়েতপুর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থানা প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে এনায়েতপুর থানার ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় এনায়েতপুর থানার সকল স্থাপনা ও যানবাহনে আগুন ধরিয়ে দেয়া হয়। জেলায় ওইদিন অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

/ওয়াইবি/আরএইচ/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply