ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, শিক্ষার্থী আহত

|

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে ইশতিয়াক আহমেদ প্রান্ত (২১) নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।

শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে পৈরতলা এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী রাজধানীর ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে ব্রাহ্মণবাড়িয়ার পৌর এলাকার ভাদুঘর গ্রামের জামাল মিয়ার ছেলে।

আহত ইশতিয়াক আহমেদ প্রান্ত জানান, ঢাকা থেকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে শহর বাইপাস পৈরতলা এলাকায় আসলে হঠাৎ করে একটি পাথরের ঢিল তার বাম চোখের উপরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে থামার পর তার সহপাঠীরা তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাখাওয়াত জানান, শিক্ষার্থীর বাম চোখে গুরুতর আঘাত লেগেছে। তাকে চিকিৎসা দেয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ সানাউল ইসলাম জানান, আমরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply