প্রথম কর্মদিবসে যে বার্তা দিলেন স্থানীয় সরকার উপদেষ্টা 

|

আজ প্রথমদিন সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ এফ হাসান আরিফ। সিটি মেয়রসহ জনপ্রতিনিধিদের সেবা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত আগের মতো কাজ শুরু করতে হবে।

আজ রোববার (১১ আগস্ট) সকালে সচিবালয়ে নিজ দফতরে এসে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আমাদের এই সরকার স্বাভাবিক প্রক্রিয়ায় গঠিত হয়নি। তাই এই সরকারের পুরো কাজটিই চ্যালেঞ্জের। আমাদের অন্যতম দায়িত্ব হলো একটি দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা।

তিনি আরও বলেন, আইনের শাসন কায়েম হলে স্থানীয় সরকারে দুর্নীতি থাকবে না। সরকারের মেয়াদ প্রসঙ্গে হাসান আরিফ বলেন, সবকিছুই পরিস্থিতির ওপর নির্ভর করবে।

হাসান আরিফ বলেন, স্থানীয় সরকারে কাজগুলোকে চ্যালেঞ্জ মনে না করলেও এর সঙ্গে দুর্নীতি হওয়ার প্রবণতা বেশি। এ ক্ষেত্রে মনোযোগ দিয়ে কাজ শুরু করার কথাও বলেন তিনি। 

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply