চীনে চালকবিহীন আকাশযানের সফল পরীক্ষা

|

পণ্য পরিবহনে এবার নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করলো চীন। রোববার (১১ আগস্ট) সিচুয়ান প্রদেশের একটি বিমানবন্দরে এর সফল পরীক্ষা চালায় বেইজিং। এমনটা জানিয়েছে দেশটির গণমাধ্যম সিজিটিএন।

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোনটি চীনের সবচেয়ে বড় আকাশযান বলেও দাবি করা হয়। যা প্রায় ২ টন সমপরিমাণ ওজন বহনে সক্ষম। আকাশযানটিতে রয়েছে বিশাল আকৃতির টুইন ইঞ্জিন। মাত্র সাড়ে চার মিটার উচ্চতার ড্রোনটি দিয়ে সহজেই মালামাল লোড-আনলোড করা যাবে।

আকাশপথে পণ্য পরিবহনের নতুন দার উন্মোচন করেছে এটি, দাবি কর্তৃপক্ষের। প্রথম টেস্ট ফ্লাইটে কার্গো ড্রোনটির সকল ধরনের সিস্টেমের যাচাই করা হয়।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply