মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইল সাবমেরিন মোতায়েনের ঘোষণা যুক্তরাষ্ট্রের

|

মধ্যপ্রাচ্যে গাইডেড মিসাইলবাহী সাবমেরিন মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার (১১ আগস্ট) এ ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানায়।

পেন্টাগণ জানায়, ইসরায়েলি ভূখণ্ডে ভয়াবহ হামলা চালানোর সম্ভাবনা রয়েছে ইরান ও এর সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর। যাতে পুরো মধ্যপ্রাচ্যেই অস্থিতিশীলতার মাত্রা বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। আর সে পরিস্থিতি সামাল দিতেই যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ। গেলো জুলাইতেই ভূমধ্যসাগরে মোতায়েন করা হয় যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত একটি সাবমেরিন।

ইরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে গত ৩১ জুলাই গুপ্তহত্যার শিকার হন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এ হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করে উপযুক্ত জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানি প্রেসিডেন্ট।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply