বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহ-সমন্বয়ক সুহাসকে নতুন বাইক উপহার দিলো ইয়ামাহা বাংলাদেশ

|

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া সহ-সমন্বয়ক সুহাসের ক্ষতিগ্রস্ত বাইকটি পরিবর্তন করে নতুন বাইক হস্তান্তর করলো ইয়ামাহা বাংলাদেশ।

রবিবার রাজধানীর ইয়ামাহা ফ্লাগশিপ সেন্টারে সুহাসের হাতে তুলে দেয়া হয় ইয়ামাহা এফ জেডএক্স ম্যাট টাইটেনিয়াম কালারের বাইকটি। সুহাস যমুনা টেলিভিশন ও ইয়ামাহা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এসময় ইয়ামাহা এবং এ সি এই মটরস এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ৯ আগস্ট যমুনা টেলিভিশনে প্রচারিত এক সংবাদে দেখানো হয় যে কীভাবে সুহাস তার বাইকটিকে ব্যবহার করে আহত ছাত্রদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন।

তার মতে, শতাধিক মানুষের জীবন রক্ষায় তিনি বাইকটি ব্যবহার করেছেন। তবে আন্দোলনের শেষ পর্যায়ে দুষ্কৃতিকারীদের এক হামলায় সুহাস মারাত্মকভাবে আহত হন এবং একই সাথে তার বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়।

পরবর্তীতে যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদের প্রেক্ষিতে ইয়ামাহা বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে একটি নতুন বাইক উপহার দেয়ার উদ্যোগ নেয়।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply