নওগাঁর আত্রাইয়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

|

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ:

নওগাঁর আত্রাইয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে জনি (২২) নামে এক যুবককে ৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সানাউল ইসলাম এই আদেশ দেন। আত্রাই থানার পরিদর্শক (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। দণ্ডপ্রাপ্ত জনি আত্রাই উপজেলার জামগ্রামের জুয়েল হোসেনের ছেলে।

ওসি জানান, শুক্রবার দুপুরে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রীকে বাড়ি ফেরার পথে উত্ত্যক্ত করে জনি। পরে অভিযোগের সূত্র ধরে জনিকে পুলিশ আটক করে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ঘটনার সত্যতা স্বীকার করলে আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জনিকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply