কমলার বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে বেশি সমর্থক দেখানোর মিথ্যা অভিযোগ ট্রাম্পের

|

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, কমলার সমাবেশে ব্যাপক জনসমাগম ভুয়া। এমন অভিযোগের পর কমলা হ্যারিসের প্রচারাভিযানের একজন কর্মকর্তা প্রমাণসহ দেখিয়েছেন যে সমাবেশের ব্যাপক জনসমাগমের কোন ছবিতে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি। বুধবার (১৪ আগস্ট) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হ্যারিসের প্রচারাভিযানের কর্মকর্তা এবিসি নিউজকে বলেছেন যে ট্রাম্প যে ছবিটিকে প্রশ্নবিদ্ধ করেছেন তা হ্যারিসের প্রচারাভিযানের কর্মী দ্বারা তোলা হয়েছিল এবং এটি ‘এআই’ দ্বারা কোনোভাবেই সংশোধন করা হয়নি।

প্রচার কর্মকর্তা আরও বলেছেন, ‘বিতর্কিত ছবিটি গত ৭ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ২৮ মিনিটে ডেট্রয়েট বিমানবন্দরের সমাবেশে একজন কর্মী তার আইফোন-১২ মডেলের ফোন দিয়ে তুলেছিলেন।’

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply