বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ও পটপরিবর্তনে হস্তক্ষেপ করবে না চীন

|

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, পট পরিবর্তন ও সার্বভৌমত্বের প্রশ্নে হস্তক্ষেপ করবে না চীন। আজ বুধবার (১৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

চীনা রাষ্ট্রদূত বলেন, আমাদের বন্ধুত্ব ও সহযোগিতা বাংলাদেশের মানুষের জন্য। যা কিনা বাংলাদেশের মানুষের উপকারে আসবে, বাংলাদেশের মানুষকে সমর্থন করবে।

ইয়াও ও‌য়েন ব‌লেন, আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশে ব্যাপক পরিবর্তন এসেছে। চীন সবসময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী বেইজিং।

বৈঠক প্রসঙ্গে চীনা রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী বছর দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপন করবে। আমরা রোহিঙ্গা ইস্যুসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply