জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর পদত্যাগ করেছেন। বুধবার (১৪ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি ব্যক্তিগত কারণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
এর আগে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা উপাচার্য এবং উপাচার্যপন্থী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তির পদত্যাগসহ তিন দফা দাবি জানান। এমনকি উপাচার্যের বাসভবন ও শিক্ষকদের ডরমিটরিতেও তালা ঝুলিয়ে দিয়েছিলেন শিক্ষার্থীরা।
অধ্যাপক সৌমিত্র শেখরের জন্ম শেরপুর সদরে। ১৯৯১ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর পাশ করেন। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাসাগর অধ্যাপক ড. ক্ষেত্র গুপ্তের তত্ত্বাবধানে পিএইচডি সম্পন্ন করেন।
তিনি ১৯৯৬ সালে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে এবং এর পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নজরুল গবেষণা কেন্দ্র’ এর পরিচালক ও ‘নজরুল -অধ্যাপক’ হিসেবে কর্মরত ছিলেন।
সৌমিত্র শেখর ২০২১ সালের ১৫ ডিসেম্বর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান।
/এটিএম
Leave a reply