ধানমন্ডি ৩২ সড়ক কাঁটাতার বেষ্টিত, শিক্ষার্থীদের অবস্থান

|

১৫ বছর পর ভিন্ন আবহে পালিত হলো ১৫ আগস্ট। দিনটিকে কেন্দ্র করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে দেখা যায়নি আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে। বুধবার (১৪ আগস্ট) রাত থেকেই ধানমন্ডি ৩২ এর বঙ্গবন্ধু ভবনের দুই পাশের সড়কে ছিলো কাঁটাতার বেষ্টিত ব্যারিকেড।

আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল থেকেও দেখা যায় একই চিত্র। ধানমন্ডি ৩২ সংলগ্ন এলাকায় সতর্ক অবস্থান নেয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তাদের সঙ্গে যোগ দেয় সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা জানায়, ১৫ আগস্টকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কেউ যাতে নাশকতা করতে না পারে, সে বিষয়টি মাথায় রেখেই তাদের এমন কর্মসূচি। এমন অবস্থানের কারণে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে শিক্ষার্থীরা সজাগ রয়েছে বলেও জানান তারা।

দলীয় সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান কিংবা সামাজিকমাধ্যমে বিভিন্ন গুজব ছড়ানো হলেও ধানমন্ডি এলাকায় দেখা যায়নি আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের।

দুপুর পর্যন্ত মিরপুুর রোডে সতর্ক অবস্থান ছিলো শিক্ষার্থী ও জনতার। সন্দেহজনক কাউকে দেখলেই চালানো হয় তল্লাশি। এসময় গণপিটুনিতে আহত হয় বেশ কয়েকজন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply