কেন্দ্রীয় ব্যাংকে পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসন দাবি করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সংগঠনটি মনে করে, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কারণে এই খাতের সুশাসন নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে প্রেস ব্রিফিংয়ে এমন দাবি করা হয়।
এ সময় বলা হয়, ব্যাংক ও আর্থিক খাতের সুশাসন নিশ্চিত করতে স্বায়ত্বশাসন দরকার। তা না হলে ব্যাংক খাতে রাজনৈতিক নিয়ন্ত্রণ বন্ধ করা যাবে না।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনটি জানায়, ব্যাংক সুদহার, বিনিময় হার, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স দেয়ার ক্ষেত্রে রাজনৈতিক প্রভাবমুক্ত করার বিকল্প নেই। এই জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসন প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো তৈরির তাগিদ দেয় কাউন্সিল। যা ড. ফরাসউদ্দিন কমিশনের প্রতিবেদনে সুপারিশ করা হয়।
সংস্কার উদ্যোগ বাস্তবায়নের এখনই সময় বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিরের নেতারা।
/এমএন
Leave a reply