শেয়ারবাজারে গতি ফিরছে

|

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেয়ারবাজারে কিছুটা গতি ফিরেছে। গত সাত দিনে পৌনে ছয় হাজার নতুন বিনিয়োগকারী যুক্ত হয়েছেন।

পাশাপাশি নিষ্ক্রিয় বিনিয়োগকারীদেরও অনেকে সক্রিয় হতে শুরু করেছেন। গত তিন কার্যদিবসে প্রায় ছয় হাজার বিনিয়োগকারী বাজারে সক্রিয় হয়েছেন।

গত ১১ আগস্ট শেয়ার আছে, এমন সক্রিয় বিও হিসাবের সংখ্যা ছিল ১২ লাখ ৮৮ হাজার ২৯৪। ১৪ আগস্ট লেনদেন শেষে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৯৪ হাজার ২৭২। নিষ্ক্রিয় বিও হিসাব সক্রিয় হতে শুরু করায় শেয়ার নেই এমন বিও হিসাবের সংখ্যা কমছে।

৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর টানা কয়েক দিন শেয়ারবাজারে বড় ধরনের উত্থান ঘটে। ৬ আগস্ট থেকে গতকাল ১৫ আগস্ট পর্যন্ত সাত কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪৭৮ পয়েন্ট বেড়েছে। এই সাত দিনের মধ্যে চার দিনই সূচকের বড় উত্থান হয়েছে। আর সূচক কমেছে তিন দিন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply