ব্রাহ্মণবাড়িয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ১, আহত ১৫

|

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘দিগন্ত পরিবহন’ যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে গিয়ে হাজেরা খাতুন (৪৫) নামে এক নারী যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের ভেতরে থাকা আরও ১৫ যাত্রী।

শুক্রবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈশামুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে হবিগঞ্জে মাধবপুর দিকে যাচ্ছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। বাসটি সরাইল উপজেলার বৈশামুড়া নামক স্থান এলাকায় পৌঁছলে বেপরোয়া গতিতে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা সিলেট মহাসড়কের এক পাশে উল্টে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

নিহত হাজেরা খাতুন সরাইল উপজেলার সদর ইউনিয়নের মোগলটুলা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার স্ত্রী।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার সান্যাল জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান এবং দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply