ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ ইয়েমেনে

|

ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন বন্ধের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। শুক্রবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে ইয়েমেনের নিউজ এজেন্সি সাবা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিন ও ইয়েমেনের পতাকা হাতে নিয়ে অংশ নেন হাজারও মানুষ। এসময়, তাদের হাতে ছিলো যুদ্ধবিরোধী প্ল্যাকার্ড। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে দেন প্রতিবাদী শ্লোগানও দেন বিক্ষোভকারীরা।

হামাস ও হিজবুল্লাহ নেতাদের হত্যা এবং ইয়েমেনে হামলার কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন হুতি নেতা আব্দুল মালিক আল হুতি।

গত ১০ মাস ধরেই, প্রতি সপ্তাহে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে সমাবেশের আয়োজন করে আসছে দেশটির সশস্ত্র সংগঠন হুতি। পাশাপাশি লোহিত সাগর, আরব সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলের সাথে সম্পৃক্ত একের পর এক জাহাজে হামলা চালাচ্ছে সংগঠনটি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply