পিছিয়ে পড়েও লেভার জোড়া গোলে জয়ে মৌসুম শুরু বার্সার

|

পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের হাত ধরে লা লিগার নতুন মৌসুমে শুভ সূচনা করেছে কাতালানরা।

বার্সার হয়ে রবার্ট লেভানডোভস্কি পেয়েছেন জোড়া গোলের দেখা। ভ্যালেন্সিয়ার মাঠে নিজেদের রক্ষণ সামলে আক্রমণে ওঠার চেষ্টা করে দুই দল। এর মাঝেই বেশ কয়েকবার কাতালন ডিফেন্স ভেঙে গোলের সুযোগ তৈরি করে স্বাগতিকরা। তবে ডেড লক ভাঙতে সক্ষম হয়নি ভ্যালেন্সিয়া।

প্রথমার্ধের ৪৪ মিনিটে পিছিয়ে পড়ে বার্সেলোনা। দিয়াগো লোপেজের ক্রসে হেডে বল জালে পাঠান স্প্যানিশ ফরওয়ার্ড হুগো দুরো। প্রথমার্ধের ইনজুরি টাইমের ৫ মিনিটের মাথায় কাতালানদের সমতায় ফেরান রবার্ট লেভানডোভস্কি। গোল মুখে লামিন ইয়ামালের ভলিতে নিখুঁত স্লাইডে বল জালে পাঠান এই পোলিশ স্ট্রাইকার।

বিরতির পর আবারও গোলের দেখা পান লেভা। ৪৯ মিনিটে স্পট কিক থেকে বার্সাকে ২-১ গোলে এগিয়ে নেন তিনি। এরপর বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল আদায় করতে পারেনি বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে ফ্লিক শিষ্যরা।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply