জার্মানিতে সঙ্গীত উৎসবে ফেরিস হুইলে আগুন, আহত ৩০

|

জার্মানিতে গ্রীষ্মকালীন একটি সঙ্গীত উৎসবে ফেরিস হুইলে আগুন লেগে গুরুতর আহত হয়েছেন ৩০ জন। দেশটির পূর্বাঞ্চলীয় লাইপজিগ শহরে চলছিল বিখ্যাত রক মিউজিক ফেস্টিভ্যাল। সেখানেই ঘটে এই দুর্ঘটনা। খবর, বিবিসির।

দর্শনার্থীদের বিনোদনে ফেরিস হুইলসহ বিশাল পার্কজুড়ে ছিল অন্যান্য রাইডের আয়োজন। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ চলন্ত ফেরিস হুইলের একটি বগিতে শুরু হয় আগুন। মুহূর্তেই তা পাশের বগিতে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কিত হয়ে পড়ে অনেকে। কিছুক্ষণ পর উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস। স্থানীয় পুলিশের মুখপাত্র জোসেফিন সাদের জানান, চারজন আহত পুলিশ কর্মকর্তা সহ ৩০ জনের বেশি আহত হয়েছে।

উল্লেখ্য, এখনও আগুন লাগার কারণ জানতে পারেনি কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ফেরিস হুইলের প্রযুক্তিগত সমস্যাই আগুনের সূত্রপাত ঘটিয়েছে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply