জামালপুরে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

|

জামালপুর করেসপন্ডেন্ট:

জামালপুরের ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় রোকসানা (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (১৯ আগষ্ট) দুপুর ১২ টার দিকে চিকিৎসকের অবহেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। নিহত রোকসানা উপজেলার মোশারফগঞ্জ এলাকার কৃষক রাসেল মিয়ার স্ত্রী।

স্বজনরা জানায়, প্রসূতি রোকসানার প্রসব ব্যথা শুরু হলে সকাল ৬ টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সকালে হাসপাতালে আসার পর কোনো ডাক্তার তাকে দেখতে আসেনি। যে সকল ওষুধ দিয়েছে গর্ভবতী মাকে খাওয়ানোর জন্য তা দেয়া ঠিক হয়নি। ডাক্তররা অবহেলা করেছে। চিকিৎসকের অবহেলায় রোসানার মৃত্যু হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এম এ তাহের বলেন, স্বাভাবিক প্রসবের জন্য রোগীকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু তারা হাসপাতালে আসতে দেরি করে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তার অবস্থা সঙ্কাটাপন্ন দেখে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। তবে চিকিৎসকের অবহেলার বিষয়টি তদন্ত কমিটি করে দেখা হবে। যদি চিকিৎসকের অবহেলা থেকে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply