চিকিৎসা ফ্রি হলেও হাসপাতালে বিড়ম্বনায় অনেকে: সারজিস

|

আহতদের চিকিৎসা ফ্রি হলেও হাসপাতালে এখনও বিড়ম্বনায় পড়ছেন অনেকে, এমন দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। সোমবার (১৯ আগস্ট) রাতে পঙ্গু হাসপাতালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

কোটা আন্দোলনে আহত নিহতদের তালিকা না হওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে সারজিস বলেন, যারা দ্বিতীয়বার বাংলাদেশ বিজয় অর্জন করতে গিয়ে প্রাণ ঝরিয়েছেন, আহত হয়েছেন, তাদের তালিকা প্রস্তুত করার দায়িত্ব রাষ্ট্রের।

তিনি বলেন, সমন্বয়ক পরিচয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের জেরা করা হচ্ছে। এটি কোনোভাবে কাম্য নয়। এছাড়া, চিকিৎসকদের রাজনীতি না করার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক।

সমন্বয়ক সারজিস আরও বলেন– কষ্টকর হবে জানি, তবু স্বাস্থ্য উপদেষ্টার কাজ ভাগ করে দেয়া প্রয়োজন। স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে সঠিকভাবে দায়িত্ব পালন না করার অভিযোগও তোলেন তিনি।

এদিকে, রাতে রাজধানীর মহাখালীতে আন্দোলনে নিহত শিক্ষার্থী নাফিসের পরিবারের স্বজনদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply