গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে যুক্তরাষ্ট্রের দেয়া নতুন প্রস্তাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। এমন দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
অ্যান্টনি ব্লিনকেন জানান, প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাসকে চুক্তি মেনে নেয়ার আহ্বানও জানিয়েছেন ব্লিনকেন।
আগামী সপ্তাহে কায়রোয় পরবর্তী বৈঠকে চুক্তির বিষয়ে আশাবাদী তিনি। বলেন, চুক্তিতে দেরি হলে আরও জিম্মির মৃত্যু হতে পারে। অবশ্য এক সপ্তাহের মধ্যেই চুক্তির বিষয়ে ব্লিনকেনের মতো ইতিবাচক মনোভাব দেখায়নি ইসরায়েল ও হামাস।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের অভিযোগ, ইসরায়েলকে আরও গণহত্যা পরিচালনায় সময় দিচ্ছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য সফরে সোমবার তেল আবিবে পৌঁছান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক করেন ইসরায়েলি প্রেসিডেন্ট হারজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সাথে।
/এআই
Leave a reply