ইতালির সিসিলি’তে বিলাসবহুল প্রমোদতরী ডুবে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের

|

ইতালির সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোদতরী ডুবে নিখোঁজ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়ে। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সময় ভোরে দুর্ঘটনার কবলে পড়ে তাদের জাহাজটি। এক প্রতিবেদনে স্কাই নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মোট ২২ যাত্রী ও ক্রু নিয়ে ভূমধ্যসাগরে ভাসছিল ব্রিটিশ পতাকাবাহী বায়েসিয়ান। রোববার রাতে হঠাৎ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ৫৬ মিটার দীর্ঘ জাহাজটি। রাতভর ঝড়বৃষ্টিতে নিয়ন্ত্রণহীনভাবে পানি ঢুকে পড়ায় এক পর্যায়ে ডুবে যায় সেটি।

১৫ জনকে জীবিত উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস সদস্যরা। মিলেছে একজনের মরদেহ। লিঞ্চ ও তার মেয়েসহ নিখোঁজ ছয়জন।

দুর্ঘটনাস্থলের আধা মাইল এলাকার মধ্যে ৫০ মিটার গভীরে চলছে উদ্ধারকাজ। জাহাজটিতে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার নাগরিকও ছিলেন। টেক টাইকুন মাইক লিঞ্চ পরিচিত ‘ব্রিটিশ বিল গেটস’ হিসেবে। জায়ান্ট সফটওয়্যার প্রতিষ্ঠান অটোনমির প্রতিষ্ঠাতা তিনি।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply