‘রেকর্ডোনালদো’, এবার ইউটিউবে দ্রুততম ১ মিলিয়নের রেকর্ড সিআর সেভেনের

|

খেলার মাঠে একের পর এক রেকর্ড গড়েন আর ভাঙেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোলের তকমা নিজের নামে নেয়ার পাশাপাশি তার রয়েছে একাধিক ব্যক্তিগত রেকর্ড। এবার ইউটিউবেও রেকর্ড গড়লেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও তার একচেটিয়া আধিপাত্য। ইনস্টাগ্রামে বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী রয়েছে তার। ফেসবুক, এক্সসহ (সাবেক টুইটার) অন্য সব প্ল্যাটফর্মে তার ভক্তরা সবচেয়ে বেশি। এবার ভিডিও শেয়ারিং জায়ান্ট প্ল্যাটফর্ম ইউটিউবেও রেকর্ড গড়লেন সিআর সেভেন। নিজের চ্যানেল খোলার মাত্র দেড় ঘণ্টার ব্যাবধানে ইউটিউবের ইতিহাসে দ্রুততম ১ মিলিয়নের রেকর্ড সাবস্ক্রাইবার অর্জন করলেন তিনি।

বুধবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টায় ইউআর ডট ক্রিস্টিয়ানো নামে সেই ফেরিভায়েড চ্যানেলটি লঞ্চ করা হয়। ইতোমধ্যেই ডজনখানেকেরও বেশি ভিডিও ও রিলস আপলোড করতে দেখা গেছে চ্যানেলটিতে। চ্যানেলটি লঞ্চ করার দেড় ঘণ্টার মধ্যে ১০ লাখ অনুসারী চ্যানেলটির পরবর্তী ভিডিও ও আপডেট তথ্য পাওয়ার জন্য সেখানে সাবস্ক্রিপশন করেছেন।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply