আকস্মিক বন্যায় দুর্গতিতে কয়েক লাখ মানুষ

|

আকস্মিক বন্যার কবলে ৮ জেলায় দুর্গত কয়েক লাখ মানুষ। বিপৎসীমার উপরে বইছে ১০টি নদ নদীর পানি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া আর পরশুরাম উপজেলা।

পানিবন্দি দিন কাটাচ্ছে দুই লক্ষাধিক মানুষ। নোয়াখালীর ৯ উপজেলায় জলমগ্ন। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয়ে।

এছাড়া লক্ষ্মীপুর, কুমিল্লা ও মৌলভীবাজার আক্রান্ত। সাথে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ক্ষয়ক্ষতি বাড়ছে। বিরামহীন বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে এ পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক জায়গায় ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে। খোলা হয়েছে আশ্রয়কেন্দ্র। উপদ্রুত এলাকায় বিদ্যুৎহীন রাত কেটেছে মানুষের। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply