পাচারের অর্থ ফিরিয়ে আনতে না পারলে অর্থনীতি পুনরুদ্ধার মুশকিল: আমীর খসরু

|

পাচার হওয়া টাকা ফিরিয়ে আনতে না পারলে দেশের অর্থনীতি পুনরুদ্ধার মুশকিল হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমদু চৌধুরী।

বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আমীর খসরু জানিয়েছেন, বৈঠকে নতুন বাংলাদেশ কোন পথে এগোচ্ছে তা নিয়ে দলের মতামত, বিএনপির চিন্তা-ভাবনা জানতে চাওয়া হয়। টাকা ফিরিয়ে আনার ব্যাপারে যেকোনো পদক্ষেপকে স্বাগত জানায় সুইস সরকার।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো সময় বেঁধে দেয়া হয়নি। একটা যৌক্তিক সময়ের মধ্যে নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের আশা প্রকাশ করে বিএনপি। তা নিয়ে সুইস সরকারের দ্বিমত নেই বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

ভেঙে যাওয়া প্রতিষ্ঠান আবারও কীভাবে পুনঃপ্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply