শরীয়তপুরে দেশব্যাপী ধর্ষণের প্রতিবাদ আর সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

|

স্টাফ করেসপনডেন্ট, শরীয়তপুর:

ধর্ষণের প্রতিবাদ আর ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শরীয়তপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে যৌক্তিক আহ্বান শরীয়তপুরের ব্যানারে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

এসময় তারা বৃষ্টি উপেক্ষা করে ঘণ্টাব্যাপী বিভিন্ন স্লোগান দিয়ে ধর্ষকদের দ্রুত শাস্তির দাবি জানায়। কর্মসূচিতে অংশ নেয় অন্তত ২ শতাধিক শিক্ষার্থী।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানায়, বার বার ধর্ষণের ঘটনা ঘটে গেলেও ধর্ষকদের অনেকেই পাড় পেয়ে যায় আইনের ফাঁক ফোকড় দিয়ে। তাই দ্রুত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় তারা। যাতে নারীরা নিরাপদে তাদের কর্মস্থল কিংবা বাহিরে চলাচল করতে পারে। এছাড়াও ধর্ষণরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানায় তারা।

প্রসঙ্গত, শিক্ষার্থীরা বাংলাদেশের তনুসহ সম্প্রতি ভারতের চিকিৎসক মৌমিতার ওপর ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা জানায়। এটিকে তারা নারকীয়তার শেষ পর্যায় হিসেবে উল্লেখ করে।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply