২২ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

|

দীর্ঘ ২ দশ্কেরও বেশি সময় পর সাদা পোশাকের অভিজাত ফরম্যাট টেস্ট ক্রিকেটে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও ইংল্যান্ড। আইসিসির এফটিপি অনুযায়ী থ্রি লায়ন্সদের ২০২৫ সালের সূচি প্রকাশ করা হয়েছে। আগামী বছরের ২২ মে একমাত্র টেস্টে নাটিংহ্যামে মুখোমুখি হবে দুদল।

সবশেষ ২০০৩ সালে টেস্টে মুখোমুখি হয়েছিলো তারা। চেস্টার-লে-স্ট্রিট টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও ৬৯ রানে হারায় ইংলিশরা। লর্ডসে সিরিজের অপর ম্যাচটিও ইনিংস ও ৯২ রানে জেতে ইংল্যান্ড। এর আগে ২০০০ ও ১৯৯৬ সালে দুই ম্যাচের দুটি দ্বিপাক্ষিক সিরিজ খেলে দু’দল।

উল্লেখ্য, এখন পর্যন্ত ৬ বারের দেখায় ইংলিশদের হারাতে পারেনি জিম্বাবুয়ে। ইংলিশদের ৩ ম্যাচ জয়ের পাশাপাশি ড্র হয় বাকি ৩টি ম্যাচ। ১৯৯৬ সালে একবারই জিম্বাবুয়ে সফরে গিয়েছিলো ইংলিশরা। হারারে ও বুলাওয়ের টেস্ট দুটি ড্র-তেই নিষ্পত্তি হয়।

/এমএইচআর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply